এবার শব্দবোমা ফাটালেন কুতুবপুরের বহুল আলোচিত আলাউদ্দিন মেম্বার। আনলেন কুতুবপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বঞ্চিত হওয়ার অভিযোগ। আফসোস করে বললেন, সারাদেশে আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু কুতুবপুরে আওয়ামী লীগ ক্ষমতায় নেই।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে আলাউদ্দিন হাওলাদার এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, ‘আগে আওয়ামী লীগের অনেকেই আমার কাছে অনেক কথা বলতেন। এখন মনে হয় তারা সব ভুলে গেছেন। সবাই বলে, সারাদেশে আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু কুতুবপুরে বিএনপি ক্ষমতায়। আমিও বলি, কুতুবপুরে আওয়ামী লীগ ক্ষমতায় নেই।
https://www.facebook.com/gazi.a.pavel/videos/10223955504866497/
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষকে আড়াই হাজার টাকা দিয়েছেন। আমার ৫ নং ওয়ার্ডেও আড়াই হাজার বা তিন হাজার লোক এই টাকা পেয়েছেন। কিন্তু একটা টাকাও আওয়ামী লীগের কোনো কর্মী পায় নাই। আমি চেয়ারম্যানকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। খোকন (এমওএফ খোকন) প্রতিবাদ করেছিলো…
আলাউদ্দিনের এমন বক্তব্যে এরই মধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।