করোনা হানা দিয়েছে ঐতিহ্যবাহী ওসমান পরিবারে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন সাংসদ একেএম শামীম ওসমানের স্ত্রী, জেলা মহিলা সংস্থার সভানেত্রী সালমা ওসমান লিপি, পুত্র অয়ন ওসমান, পুত্রবধূ ও তাঁদের একমাত্র নাতি। তবে পরীক্ষায় শামীম ওসমানের ফলাফল নেগেটিভ এসেছে।
ওসমান পরিবারের সদস্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এমএইচআর শরীফ। ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক প্রার্থী এক বিবৃতিতে বলেন, ‘করোনার এই দুর্যোগকালে ওসমান পরিবার জনসাধারণের পাশে ছিল। ঝুঁকি থাকার পরেও তারা সরাসরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন, বিভিন্ন প্রয়োজনে জনসাধারণের ডাকে সাড়া দিয়েছেন। আর এমনটি করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন তারা। ঐতিহ্যবাহী এই পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করি। সেইসঙ্গে যারা সুস্থ আছেন, তাঁদের জন্যও সকলের দোয়া চাই।’