ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন শাহী মহল্লা কবরস্থানের জায়গায় মার্কেট নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাদ আসর কবরস্থান সংলগ্ন শাহীবাজার কবরস্থানের সামনে অনুষ্ঠিত হয় মানব বন্ধনটি।
জানা যায় কবরস্থান কমিটি কবরের জায়গায় মার্কেট নির্মাণ করতে কাজ শুরু করে। এতে ফুঁসে উঠেন এলাকাবাসী। কবরস্থানের জায়গায় মার্কেট হবে না এই আন্দোলন ছড়িয়ে পরে পুরো কুতুবপুরে।
এলাকাবাসী জানায় শাহী মহল্লা কবরস্থান এমন একটি কবরস্থান যেখানে আশেপাশের অনেক এলাকার মানুষকে কবর দেয়া হয়। কিন্তু যে হারে এই কবরস্থানে লাশ কবর দেয়া হয় সে তুলনায় কবরস্থানের জায়গা পর্যাপ্ত নয় আর এই কারণেই কবরস্থান সম্প্রসারণ জরুরি হয়ে পরেছিল। কিন্তু যেখানে কবরস্থানের জায়গা সম্প্রসারণ করা দরকার সেখানে কবরস্থানের জায়গা আরো কমানো হচ্ছে। এলাকাবাসী দাবি করেন স্বার্থান্বেষী মহল নিজের আখের গোছাতে কবরস্থানের মতোন জায়গাও ছাড় দেয় নি। এখানেও তাঁরা নিজেদের স্বার্থ খুঁজতে ৫ লক্ষ টাকার বিনিময়ে মার্কেটের দোকান বরাদ্ধ দিয়েছে।
এসময় মানববন্ধন থেকে কবরস্থানের সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক হুমায়ুনসহ কবরস্থানের সম্পূর্ণ কমিটি বিলুপ্ত করার দাবি জানানো হয়।
কুতুবপুর শাহী বাজার এলাকার এই মানববন্ধনে উপস্থিত ছিলেন মার্কেট নির্মাণ প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মাহবুবুর রহমান হক, কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড মেম্বার হাজী রোকনউদ্দিন,আলমগীর ভূইয়া, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাফফর, কুতুবপুর ইউনিয়ন যুবলীগে সাধারণ সম্পাদক আব্দুল খালেক, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মার্কেট নির্মাণ প্রতিরোধ কমিটির আহ্বায়ক হাজী মীর হোসেন মীরু, যুগ্ম আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন মিন্টু, আওয়ামী লীগ নেতা ইউনুস মেম্বার, ইউপি সদস্য অনামিকা হক, হাজী দিদার আহমেদ,মোঃ শাহীন মোল্লা, আতিকুল ইসলাম খোকন, সদস্য সচিব এম. এ জাহের মোল্লা,সজীব কাজী, শাকিল মৃধা, মোঃ রবিউল, ফেরদৌস রাজু, মোঃ সেলিম খান, বাবুল চৌধুরী, ডা. মামুন, রাজিব( ব্যাংকার), আসিফ, ডা. নাহিদ, মনির হোসেন খোকন, আক্তারুজ্জামান লিমন, ইমরান হোসেন হিমু,ইঞ্জিঃ সাঈদ রেজা খান, ফয়সাল খান স্বপন, মোঃ দ্বীন ইসলাম, ফজলে রাব্বী, মারুফ হাসান সাজিদ, জসীম দিদার, আল আমিন, শাকিল বায়েজীদ, আর এইচ খান জেনী, শরীফ আকন, মাসুদ মাহী, ওমর ফারুক, রাকিব রকি, মামুন মিয়া, ইমরান হোসেন ইদরান, মাহবুব, আরিফ, শরীফ, শাহাদাৎ হোসেন অর্ণব, শেখ জুয়েল, আশিকুল্লাহ্ রাশেদ, দিদার হোসেন, আলমগীর হোসেন, হানিফ (আমতলা), রেজাউল করিম গুলজার, আব্দুল্লাহ আল মামুন রাজু, শাকিল প্রমুখ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।