নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের শহীদনগরে চিহ্নিত ভূমিদস্যু, সন্ত্রাসী চক্রের তৎপরতা বেড়েই চলেছে। বহু অপকর্মের হোতা ওই বাহিনীটি সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে দীর্ঘদিন এলাকাবাসীকে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শহীদনগরের একাধিক ব্যক্তির মালিকানাধীন জায়গা এরই মধ্যে জোরপূর্বক দখল করে নিয়েছে তারা। শুধু তাই নয়, সেসব জমিতে তথাকথিত ক্লাবের আড়ালে চালিয়ে যাচ্ছে মাদক সেবন ও বিক্রি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন ধরণের অসামাজিক কার্যকলাপ। থানা পুলিশের তালিকাভুক্ত ওই সন্ত্রাসী চক্রটির একাধিক সদস্য এর আগে অস্ত্র, মাদকসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। ওই সন্ত্রাসী বাহিনীর প্রধানসহ অন্যান্য সদস্যের ইয়াবা সেবনের একটি ভিডিও এসেছে নারায়ণগঞ্জ ট্রিবিউন টিমের নিকট, যেখানে তাদেরকে কোনো একটি ক্লাবঘরে ইয়াবা সেবরনরত অবস্থায় দেখা যাচ্ছে। (ভিডিওটি নারায়ণগঞ্জ ট্রিবিউন টিমের নিকট সংরক্ষিত রয়েছে।)
এলাকাবাসীর দেওয়া তথ্যমতে, সরকারি দলের নাম ব্যবহার করে শহীদনগরের মানুষের উপর অত্যাচার অব্যাহত রেখেছে সন্ত্রাসী চক্রটি। যদিও চক্রের কারোই জেলা, থানা, ইউনিয়ন তো দূরের কথা, আওয়ামী লীগ বা এর স্বীকৃত কোনো অঙ্গসংগঠনের ইউনিট কমিটিতে সদস্য পদও নেই। এরপরেও ওই সন্ত্রাসী, ভূমিদস্যু বাহিনীর ‘ভুয়া নেতারা’ সরকারি দলের নাম ব্যবহার করে অপকর্ম অব্যাহত রেখেছে।
সূত্রমতে, ফতুল্লা থানা তো বটেই, শ্যামপুর, কদমতলী থানাতেও সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল, ছিনতাইয়ের দায়ে ডজনেরও বেশি মামলা রয়েছে ওই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। দৃশ্যমান কোনো আয়ের উৎস না থাকলেও প্রত্যেকেই বড় অঙ্কের অবৈধ আয়ের মালিক। ইয়াবা, হেরোইন বিক্রি, ডাকাতি, জমি দখল, ছিনতাই তাদের আয়ের একমাত্র উৎস বলে জানা গেছে। আর ওই অবৈধ আয়ে নিজেরাই নিজেদের ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে জাহির করে থাকেন,যা নিয়ে কুতুবপুরে হাস্যরসের শেষ নেই। তবে ‘মানবতার ফেরিওয়ালা’ না হলেও ওই চক্রের প্রধান একসময় ছিলেন হাড়ি পাতিলের ফেরিওয়ালা। অর্থের অভাবে বাদামও বিক্রি করেছেন নিজেকে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে জাহির করা ওই মাদকাসক্ত ভুয়া নেতা।
একাধিক সূত্রে জানা যায়, এ যাবতকালে শহীদনগরের বেশকিছু জমি জবরদখল করেছে সন্ত্রাসী বাহিনীটি। বেদখল হওয়া জমি উদ্ধারে আইনের দ্বারস্থ হচ্ছেন সাধারণ জনগণ। তবে নিজের অবৈধ অর্থের জোরে পার পেয়ে যাচ্ছে ‘একসময়ের টোকাই’ ভুয়া নেতা। ফলে লঙ্ঘিত হচ্ছে নাগরিক অধিকার,প্রশ্নের মুখে পড়ছে আওয়ামী লীগের ইমেজ।
এলাকার সচেতন জনসাধারণের মতে, ওই অপরাধী চক্রের লাগাম টেনে ধরতে হবে অতি দ্রুত। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ চাইছেন তারা।