বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মাদক ব্যবসায়ীদের যেন কিছুতেই থামানো যাচ্ছে না। গোটা ইউনিয়নেই চলছে রমরমা মাদক ব্যবসা। ফলে কিশোর-তরুণদের নিয়ে শঙ্কায় রয়েছেন অভিভাবকেরা।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিশাল এই ইউনিয়নে রয়েছে মাদকের বেশ কয়েকটি স্পট। এসব স্পটে মেলে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল, মদসহ সকল প্রকারের মাদক। এছাড়া ভ্রাম্যমাণ বিক্রেতারাও মাদক সরবরাহ করছে ক্রেতার নিকট। বিশেষত, এই ইউনিয়নের জেলেপাড়া,মুন্সিবাগ, শাহীবাজার, রেললাইন, বউবাজার, নন্দলালালপুর, আলীগঞ্জ, পাগলা পপুলার ষ্টুডিও, শান্তিনিবাস, দেলপাড়া, ব্রাক্ষণগাঁও, নয়ামাটি, রঘুনাথপুর, ভূইগড়সহ আরো বেশ কয়েকটি স্থানে চলছে মাদকের রমরমা ব্যবসা। চিহ্নিত মাদক ব্যবসায়ীরাই এর মূলে রয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, মাদক ব্যবসায়ীরা হাতেনাতে প্রায়ই গ্রেফতার হলেও আইনের ফাঁকফোকড় গলিয়ে অল্প দিনের মধ্যেই তারা ছাড়া পেয়ে যায়। এরপর আবারো পুরোদমে চালিয়ে যায় মাদক ব্যবসা। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেন, ‘মাদকের সাথে কিশোর গ্যাং সমস্যা, ছিনতাই, চুরির মতো অপরাধগুলোও জড়িত। কেননা কিশোর গ্যাংয়ের সদস্যেরাই মূলত এসব অপরাধে জড়িত। এলাকার পরিবেশ দিনদিন খারাপ হচ্ছে। সন্ধ্যার পরে তো অন্ধকার কোনো গলি দিয়ে হাঁটার উপায়ই নেই। এভাবে চলতে থাকলে কুতুবপুর অচিরেই মাদকের স্বর্গরাজ্যে পরিণত হবে।’