ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের বৃহত্তর ভূইগড়বাসীর সাফল্যের খাতায় যুক্ত হয়েছে আরো একটি অর্জন। এই অঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ ভূইগড় দারুছুন্নাহ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থী খাদিজা কাজীর অসামান্য অর্জনে আনন্দে উদ্বেলিত গোটা এলাকাবাসী। দাখিল পরীক্ষায় সারাদেশে চতুর্থ স্থান অধিকার করেছেন খাদিজা।
তার এমন অসামান্য সাফল্যেবৃহত্তর ভূইগড়বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন তরুণ সমাজসেবক, সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবনেতা মোঃ রফিক সাউদ। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘খাদিজা কাজীর এমন অভাবনীয় সাফল্যে আমরা ভীষণ আনন্দিত। তার এই অর্জন ছাত্রছাত্রীদের অবশ্যই প্রেরণা যোগাবে। আমি তাকে বৃহত্তর ভূইগড়বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। তার সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে , সেই দোয়া করবেন সকলে।’
খাদিজা ভূইগড়ের কামাল কাজী ও হোসনে আরা বেগম দম্পতির কনিষ্ঠা সন্তান