নিজস্ব প্রতিবেদক : পৌনে সাত কেজি গাজাঁ ও নগদ টাকা সহ চানমারীর মাদক সম্রাজ্ঞী নাজমা(৪০)কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে নয়টায় ফতুল্লার চানমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী নাজমা চানমারীর মাদক সম্রাট কাজলের স্ত্রী বলে জানা যায়। থানা পুলিশ সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে নয়টায় ফতুল্লা থানার এসআই ইমানুরের নেতৃত্বে এএসআই হাবিবুর রহমান, এএস আই সিরাজুল ইসলাম ও এএসআই কাজী শামিম সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লার চানমারীস্থ কাজলের চায়ের দোকানে অভিযান চালায়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজল ও তার স্ত্রী নাজমা চায়ের দোকানের পেছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে।
পুলিশ ধাওয়া করে নাজমাকে গ্রেফতার করতে সক্ষম হলেও পালিয়ে যেতে সক্ষম হয় গ্রেফতারকৃত নাজমার স্বামী মাদক সম্রাট কাজল। এসময় গ্রেফতারকৃতের নিকট থেকে তিনটি প্যাকেটে মোড়ানো পৌনে সাত কেজি গাজাঁ ও একটি মোবাইল ফোন সহ মাদক বিক্রির ১৯ হাজার ৯শত ২০ টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নাজমা ও তার স্বামী কাজলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে বলে জানায় পুলিশ।