
নিজস্ব প্রতিবেদক : দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শীর্ষস্থানীয় প্রতারক সৈয়দ আহম্মেদ সাঈদ(৪৮) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় ফতুল্লা থানা সীমান্তের চাষাড়াস্থ রাইফেল ক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত প্রতারক সৈয়দ আহম্মেদ সাঈদ ফতুল্লা থানার মাসদাইর এলাকার আমির হোসেনের পুত্র।
ফতুল্লা মডেল থানার এএসআই এহসান জানান,গ্রেফতারকৃত আসামী সাঈদ দুটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাষাড়াস্থ রাইফেল ক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রতারক সাঈদের ছবি তুলতে গেলে অর্থের বিনিময়ে সাংবাদিকদের ম্যানেজ করতে ব্যর্থ হয়ে সাংবাদিকদের সাথে অশোভন আচরন করেছেন বলেও জানা যায়।