নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ে মিথ্যা মামলা দিয়ে একটি পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে৷ মূলত জমি দখলে ব্যর্থ হয়েই একটি রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় নিরপরাধ ব্যক্তিদের জড়িয়ে মামলা দায়ের করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
আজ সকালে ভূঁইগড়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাবলী আক্তার জানান, ভূঁইগড়ে তার বোন লাভলী আক্তারের মালিকানাধীন জায়গা দখল করার চেষ্টা করে আসছে একটি আবু জাফর মোহামদ শামসউদ্দিন ও তার স্ত্রী রোকসানা রহমান রোক্সি৷ এতে ব্যর্থ হয়ে তারা নারায়ণঞ্জের একজন এএসপির নাম ব্যবহার করে প্রাণনাশ ও ক্ষতিসাধনের হুমকি দিয়ে আসছিলেন। তাদের হুমকিতে ভীত হয়ে আমাদের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগও করা হয়৷ সম্প্রতি রক্সির মালিকানাধীন “রক্সি ফোম লিঃ” এ রহস্যজনক অগ্নিকাণ্ড ঘটে৷ এই ঘটনায় আমার পরিবারের পাঁচজনসহ মোট নয়জনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রনোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়। এমনকি প্রশাসনের লোক পরিচয়ে সাদা পোশাকে গত বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত তিনটায় ১০-১২ জনের সশস্ত্র দল অতর্কিতভাবে আমাদের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও অস্ত্র প্রদর্শন করেন৷ এমনকি উল্লখিত জমির সাইনবোর্ড তুলে ফেলতেও চাপ প্রয়োগ করেন। এমন অমানবিক আচরণ ও হয়রানিতে আমার বৃদ্ধ বাবা ও মা অসুস্থ, শয্যাশায়ী৷”
লিখিত বক্তব্যে বাবলী হয়রানির প্রতিকার চাওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক শাস্তির দাবি জানান৷ সাংবাদিক সম্মেলনে লাভলীর বাবা নবী উল্লাহ নবী, মা জ্যোৎস্না বেগম সহ পরিবারের অন্যান্য সদস্যেরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।