‘আমি যদি নামগুলো বলি, সবচেয়ে বেশি লোক চেয়ারম্যানের, সবচেয়ে বেশি লোক বিএনপির। আমার ভাইয়েরা, কথা তো অনেক কইতে পারি না।এইখানে শহীদুল্লাহ সাহেব, কুতুবপুরে বিএনপির সভাপতি হাজী শহীদুল্লাহ এখানে উপস্থিত ছিল। যেই তারেক যুবদলের সদস্য, যে তারেক গাড়ি ভাঙছে, আমার নেত্রীর বিরুদ্ধে, সেই তারেক মাইক ধইরা বক্তব্য রাখছে…আমারও আসলে বয়স হইয়া গেছেগা। আমি যদি জোয়ান থাকতাম, তাইলে ধইরা আইনা পিটাইতাম…যে তুই কে’ এভাবেই বিএনপি নেতাদের বিরুদ্ধে খেদোক্তি করলেন বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মেম্বার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কুতুবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এইসব কথা বলেন। ‘আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ’ শীর্ষক এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন আলাউদ্দিন হাওলাদার। বক্তব্যে তিনি গত শনিবারের মানববন্ধন সম্পর্কেও কথা বলেন। কবরস্থানে কোনো মার্কেট নয়, বরং নয়টি দোকান হবে বলেও জানান তিনি।
এছাড়া ‘কুতুবপুরে আওয়ামী লীগ নয়, বরং বিএনপি ক্ষমতায়’ বলেও মন্তব্য করেন তিনি। ‘অনেকেই স্ট্যাটাস দেয় সারাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় কিন্তু কুতুবপুরে বিএনপি ক্ষমতায়। আমি মনে করি এই কথা সত্য।কুতুবপুরে আওয়ামী লীগ ক্ষমতায় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে প্রত্যেককে আড়াই হাজার টাকা দিয়েছেন। আমার ওয়ার্ডে আড়াই বা তিন হাজার মানুষ টাকা পেয়েছে, কিন্তু আওয়ামী লীগের কেউ পায় নাই। আমি ১০০ জনের নাম দিয়েছিলাম, পাঁচ হাজার টাকা খরচ হয়েছে আমার। এ ব্যাপারে আমি চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছিলাম…’ বলেন আলাউদ্দিন।
আলাউদ্দিনের বক্তব্য দেখুন ভিডিওতে:
https://www.facebook.com/109002284126215/videos/339486917170581/
মানববন্ধনে প্রদর্শিত মাথার খুলি, হাড়গোড় নিয়েও প্রশ্ন তোলেন আলাউদ্দিন। এসব খুলি, হাড়গোড় কোথা থেকে আনা হয়েছে, তা খতিয়ে দেখতেও প্রশাসনের প্রতি আহ্বান জানাবেন বলে মন্তব্য করেন তিনি।
এই প্রতিবাদ সমাবেশকে ঘিরে চলছিলো নানা জল্পনা-কল্পনা। ধারণা করা হচ্ছিলো অপ্রীতিকর ঘটনার। যদিও শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হয়েছে সমাবেশটি।