নিজস্ব প্রতিবেদক : টিকা (ভ্যাকসিন) গ্রহণ করেছেন ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে তিনি এ টিকা নেন। এর আগে তিনি গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) টিকা নিবন্ধন সম্পন্ন করেন।
নিবন্ধন করার পর শনিবার(১৩ফেব্রুয়ারী) নির্ধারিত দিনে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের নির্ধারিত বুথে গিয়ে টিকা নেন তিনি। টিকা নেয়ার পর তিনি বলেন, আল্লাহর রহমতে টিকার প্রথম ডোজ নেয়া হলো এবং আগামী মাসের ১৪ তারিখে তিনি টিকার দ্বিতীয় ডোজ নিবেন।টিকা প্রদানের পর কোন পার্শ্ব \প্রতিক্রিয়া নেই এবং টিকা নেয়ার পর অনেকটা চাঙ্গা মনে করছেন নিজেকে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে যথারীতি করোনা ভাইরাসের টিকা(ভ্যাকসিন)গ্রহনের জন্য আহবান জানান তিনি।