নিজস্ব প্রতিবেদক :মাদক মামলায় জসিম উদ্দিন নামে এক যুবককে পৃথক দুটি ধারায় যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামীর উপস্থিতিতে রায় ঘোষনা করেন।
দন্ডিত জসিম উদ্দিন চাঁদপুর জেলার বাকিলা বাজার পাটোয়ারি বাড়ির আব্দুল মান্নানের ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, সিদ্ধিরগঞ্জের শিমড়াইল ট্রাকষ্ট্যান্ড থেকে ২০১২ সালের ২৬ অক্টোবর র্যাব-৩ এর হাতে ৩৩১ বোতল ফেনসিডিল ও ৪৮ ক্যান বিদেশী বিয়ারসহ জসিম গ্রেফতার হয়। এঘটনায় র্যাবের দায়ের করা মামলায় আদালত রায় ঘোষনা করেছেন।
তিনি জানান, আদালত রায়ে ১৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৩(খ) ধারায় ফেনসিডিল ক্রয় বিক্রয়ের অপরাধে জসিমকে যাবজ্জীবন কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬মাসের কারাদন্ড প্রদান করা হয়। একই আইনের ২২(গ) ধারায় বিদেশী বিয়ার ক্রয় বিক্রয়ের অপরাধে ৩ বছরের কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডিত জসিম উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।