নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের অন্যতম কাণ্ডারী এহসানুল হাসান নিপুর রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন জেলা যুবলীগ নেতা সাব্বির আহমেদ জুলহাস। সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়া নিপুর দ্রুত আরোগ্য চেয়ে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জেলা যুবলীগ নেতা জুলহাস বলেন, ‘নারায়ণগঞ্জের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এহসানুল হাসান নিপু ভাই। ছাত্রলীগে তার ডায়নামিক নেতৃত্ব চিরস্মরণীয়। জননেতা একেএম শামীম ওসমানের অত্যন্ত বিশ্বস্ত এই রাজনীতিবিদ আপামর জনসাধারণের প্রিয় হয়ে উঠেছেন নিজ কর্মগুনে।
জুলহাস আরো বলেন, ‘একজন মানবিক রাজনীতিবিদ নিপু ভাই। যেকোনো দূর্যোগে-বিপদে তিনি মানুষের পাশে থাকেন। করোনাভাইরাসের শুরু থেকেই তিনি জননেতা শামীম ওসমানের নির্দেশে মানুষের জন্য কাজ করেছেন। দুঃস্থ মানুষের জন্য খাদ্যসহায়তা নিয়ে ছুটে গিয়েছেন জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত। নিজের জীবনকে তুচ্ছ করে মানুষকে সচেতন করতে দিনরাত পরিশ্রম করেছেন। সেই মহৎপ্রাণ মানুষটিই আজ করোনায় আক্রান্ত। আমি সর্বস্তরের জনসাধারণের কাছে তার রোগমুক্তির জন্য দোয়া চাই। নারায়ণগঞ্জের মানুষের প্রিয়মুখ নিপু ভাই যেন দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারে,সেই কামনা করি।