নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে অবস্থিত ঐতিহ্যবাহী নূরবাগ মসজিদ। প্রতিষ্ঠালগ্ন থেকেই মসজিদটি ওই অঞ্চলের ইসলামপ্রিয় জনসাধারণের প্রার্থনার প্রিয় স্থান। আর এবার এর সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন কুতুবপুরের জননন্দিত ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ তারা মিয়া।
গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তারা মিয়াকে নির্বাচিত করা হয়। এ সময় এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা মিয়া বলেন, ‘মসজিদ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলআমিনের ঘর। এই পবিত্র ঘরের সেবা করার দায়িত্ব এলাকাবাসী আমাকে অর্পণ করায় তাঁদের সবাইকে ধন্যবাদ। আমার আগে যারা এই কমিটিতে ছিলেন, তাঁরা প্রত্যেকেই যোগ্য ও মেধাবী। সবার প্রচেষ্টায়ই এই মসজিদের ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে। আমি সাধ্যমতো সবাইকে নিয়ে নূরবাগ মসজিদে যুগান্তকারী উন্নয়নে চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, হাজী তারা মিয়া অত্র অঞ্চলে দানশীল ও ধর্মভীরু ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। সারাবছরই বিভিন্ন সমস্যা নিয়ে আসা সাহায্যপ্রার্থীদের যথাসাধ্য সাহায্য করে থাকেন তিনি। এছাড়া রোযা, ঈদ, বন্যা কিংবা মহামারীর সময়েও ব্যক্তি উদ্যোগে দুস্থ জনসাধারণকে আর্থিক ও খাদ্যসহায়তা করে থাকেন তিনি।