
নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূঁইগড়ে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে কিছুদিন ধরে উত্তেজনা চলছে৷ এবার ওই কারখানার ভাড়া করা গোডাউন থেকে মালিকপক্ষ তালা ভেঙে গোপনে মালামাল সরানোর চেষ্টা করায় নতুন করে আলোচনা-গুঞ্জন তৈরি হয়েছে।
সরেজমিন পরিদর্শনে জানা যায়, সম্প্রতি ফতুল্লার “ভূঁইগড়ের রক্সি ফোম লিঃ”- এ রহস্যজনক অগ্নিকাণ্ড ঘটে৷ এতে মালিকপক্ষ জেলা যুবলীগ নেতা সাব্বির আহমেদ জুলহাস, লাভলী আক্তার, শাহানা মান্নান বুলবুলসহ নয়জনকে আসামী করে মামলা দায়ের করেন। তবে বিবাদীপক্ষের পরিবারের অভিযোগ, একটি জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করেই তাদেরকে মামলায় ফাঁসানো হয়েছে৷ অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্ত চলছে।
আর এই পরিস্থিতির মধ্যেই আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ওই কারখানার ভাড়া করা গোডাউন থেকে এর ম্যানেজারসহ আরো কয়েকজন পূর্বে রাখা মালামাল পিকআপের মাধ্যমে সরাতে আসেন। তারা বাড়িওয়ালাকে না জানিয়ে তালা ভেঙে মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনা বাড়িওয়ালাসহ এলাকাবাসী টের পেয়ে তাদেরকে বাধা প্রদান করেন।
কারখানার ম্যানেজারসহ অন্যান্যেরা এই ঘটনার কোনো ব্যাখা দিতে রাজি হননি৷ অন্যদিকে এলাকাবাসীর মতে, গোপনে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা রহস্যের উদঘাটন হওয়া দরকার। এ সময় সেখানে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ গন্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত হওয়া এসআই নূর মোহাম্মদ অবশ্য এ বিষয়ে ক্যামেরার সামনে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।