নিজস্ব প্রতিবেদক : অস্ত্র,মাদকসহ ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী রাসেল ওরেফে মোল্লা রাসেল(৩৩)কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার দিবাগত ভোর রাতে তাকে দাপা ইদ্রাকপুর জোড়পুল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত রাসেল ওরফে মোল্লা রাসেল ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর জোড়পুল এলাকার মৃত আমজাদ মোল্লার পুত্র বলে জানা যায়।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ আসলাম হোসেন জানান,গ্রেফতারকৃত রাসেল ওরফে মোল্লা রাসেল দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলো। সোমবার দিবাগত ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দাপা ইদ্রাকপুর জোড়পুল এলাকায় অভিযান চালিয়ে মোল্লা রাসেলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রাসেল ওরফে মোল্লা রাসেলের বিরুদ্ধে অস্ত্র,মাদক সহ ১৫ টি মামলা রয়েছে বলে তিনি জানান।