নিজস্ব প্রতিবেদক : ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকা থেকে রহস্যজনকভাবে এক প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন।
রোববার(৬ডিসেম্বর) ভোর ৬ টার দিকে পাগলা নন্দলালপুরের ক্যামিকেল গলির আব্দুল বারেক মিয়ার প্রতিবন্ধী ছেলে মোঃ সেলিম মিয়া (৩৮) বাড়িতে কাউকে কিছু না বলে বের হয়ে যান।
এ রিপোর্ট লেখা(সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা) পর্যন্ত সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায়নি।
কেউ তার সন্ধান পেলে পাগলা নন্দলালপুর মেডিকেল গলির দিদারের দোকান বা ০১৯১১২৯৭৮৬০,০১৭২৪৬৯৯৬৮ নাম্বরে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।