ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় পৃথিবীজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। সমালোচনার ঝড় ছাড়াও ফ্রান্সের পণ্য বয়কটের হিড়িক পড়েছে বিশ্বজুড়ে। একই সাথে ফ্রান্সের ইন্টারনেট অঙ্গনে সাইবার হামলাও চালাচ্ছে বিভিন্ন দেশের হ্যাকাররা।
প্রথম সাইবার হামলা করে বাংলাদেশের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন ‘সাইবার-৭১’ এর সদস্য। পরে আস্তে আস্তে তাদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের হ্যাকাররাও যুক্ত হয়েছেন।
এরই মধ্যে একের পর এক হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট। ফলে বাধ্য হয়ে দেশটি জরুরি ‘সাইবার সিকিউরিটি অ্যালার্ট’ জারি করেছে।
সাইবার ৭১ কমিউনিটির কয়েকজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন গত শনিবার (২৪ অক্টোবর) মধ্যরাতের পর থেকে ফ্রান্সে সাইবার হামলা চালানো হয়।
সাইবার-৭১ এবার মঙ্গলবার আরও বড় সাইবার হামলার ঘোষণা দিয়েছে। বিকেলে ফেসবুকে তাদের অফিসিয়াল পেজে এ ঘোষণা দেয়া হয়েছে।
‘অপারেশন ফ্রান্স’ (ওপিএফআর) নামে ফ্রান্সের বিরুদ্ধে এ পদক্ষেপের নাম দেয়া হয়েছে । ইতিমধ্যে ফেসবুকে এই নামে একটি গ্রুপও খোলা হয়েছে। সেখানে ৭২ হাজার মানুষ সাড়া দিয়েছেন।
মঙ্গলবার হামলার বিষয়ে সাইবার-৭১ এর পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘রাসুল (সা.) কে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র যে প্রকাশ করেছে সেই পত্রিকাই আজকে আমাদের টার্গেট।’