কুতুবপুর ইউনিয়ন তো বটেই, গোটা নারায়ণগঞ্জসহ ঢাকা, এমনকি অনেক জেলায়ও পরিচিত নাম সিকদার মাহবুবুর রহমান হক। দেশের স্বাধীনতা সংগ্রামের পুরোধা দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তিনি জড়িয়ে আছেন দীর্ঘ চার যুগেরও অধিক সময়কাল ধরে। ভূমিকা রেখেছেন গণসংশ্লিষ্ট অনেক আন্দোলন-সংগ্রামে। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ছাড়াও ধর্মীয়-সামাজিক অসংখ্য প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্তও রয়েছেন। গতকাল ০৯ নভেম্বর (সোমবার) ছিল কুতুবপুরের প্রথম সারির আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি সিকদার মাহবুবুর রহমান হকের ৫৮ তম জন্মদিন।
আর এ উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নারায়ণগঞ্জ সদর উপজেলার নেতৃবৃন্দ ও স্থানীয় তরুণ সমাজের উদ্যোগে ব্যাপক আয়োজন করা হয়। নূরবাগে আয়োজিত ওই অনুষ্ঠানে যথারীতি মধ্যমনি ছিলেন সিকদার মাহবুবুর রহমান হক। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মুন্সি, নূরবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী মোঃ তারা মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ সিরাজ মেম্বার, আওয়ামী লীগ নেতা জামালউদ্দিন বাচ্চু, যুবলীগ নেতা দ্বীন ইসলাম, স্বপন মৃধা প্রমুখ।
আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন নূরবাগের তরণ সমাজসেবক তুহিন ভূঁইয়া, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নারায়ণগঞ্জ সদর উপজেলার সহসভাপতি রাসেল আমিন তুষার, মোঃ আল আমিন, মোঃ নাইম, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাওন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রকি, দপ্তর সম্পাদক মেহেদী হাসান অন্তর, তথ্য সম্পাদক মোঃ অনিক, সহ সম্পাদক মোহাম্মদ রাব্বি, সিয়াম খান কনক, শাহদাত জীবনসহ আরো অনেকে।
এ সময় কেক কেটে বিশেষ এই দিনটি উদযাপন করা হয়।
এমন সুন্দর আয়োজনের জন্য মাহবুবুর রহমান হক আয়োজকদের ধন্যবাদ জানান। সেইসঙ্গে সুন্দর সমাজ গঠনে সবাইকে আহ্বান জানান।