নারায়ণগঞ্জের রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিকদার মোঃ গোলাম রসুলের জন্মদিন আজ৷ তার পিতার নাম মরহুম হাসমত আলি সিকদার ও মাতার নাম মরহুম নওয়াবজান বিবি। ১৯৫২ সালের ১০ নভেম্বর ঢাকার দোহারের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা এই বর্ষীয়ান রাজনীতিবিদ আজ ৬৯ বছরে পদার্পণ করলেন।
শৈশবে রাজনীতির প্রতি অমোঘ টান অনুভব করেন গোলাম রসুল। দেশ মাতৃকার তরে ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ৬৯’ এর গণঅভ্যুথান, ৭০’ এর ঐতিহাসিক নির্বাচনে কাজ করেছেন সক্রিয়ভাবে। পেয়েছেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহের পরশও।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ২ নং সেক্টর থেকে অংশ নেন রনাঙ্গনের এই যোদ্ধা। দেশকে স্বাধীন করে ফিরে আসেন বীর বেশে৷ পরবর্তীতে জিয়া সরকারের বিরুদ্ধে ও স্বৈরাচারবিরোধী আন্দোলনেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
এরই মধ্যে তিনি স্বপরিবারে স্থায়ী হন ফতুল্লার কুতুবপুরে। জড়িয়ে পড়েন নারায়ণগঞ্জের রাজনীতিতে।
১৯৯৮ সালে কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন তিনি৷ তার শাসনামলে এলাকার রাস্তাঘাট, অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছিলো বলে সকলেই একবাক্যে স্বীকার করেন।
ত্যাগী, পরীক্ষিত এই আওয়ামী লীগ নেতা বর্তমানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।