রাত পোহালেই বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণ। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃংখল ভেঙে বিজয় ছিনিয়ে আনে মুক্তিকামী বাঙালি। বিশেষ এই দিনটি উপলক্ষে কুতুবপুরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ নুরে আলম সরদার।
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ‘১৯৭১ সালের এই দিনে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্র জন্ম হয় । বাংলাদেশের এই বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত সংগ্রাম করেছে বাংলা মায়ের দামাল ছেলেরা।
এ যুদ্ধ ছিলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যুদ্ধ, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ, মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যুদ্ধ।
মাতৃভুমির কপালে বিজয়ের লাল টিপ পরাতে লাখো শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সকল বীর শহীদদের, যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে আমাদের জন্য এনে দিয়েছেন স্বাধীনতা ।
যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা, আমরা পেয়েছি বিজয়, তাদের প্রতি আমার স্বশ্রদ্ধ সালাম। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জননেতা একেএম শামীম ওসমানের প্রচেষ্টায় নারায়ণগঞ্জেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। এই ধারা অব্যাহত থাকুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’