নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফতুল্লার কুতুবপুরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার মাগরিবের নামাযের পরে অনুষ্ঠিত মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি নয়ামাটি থেকে শুরু হয়ে পাগলা, তালতলা,কামালপুর, রেললাইন প্রদক্ষিণ শেষে বউবাজার গিয়ে শেষ হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিছিল থেকে উগ্র সাম্প্রদায়িক চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। স্বাধীনতাবিরোধী এই চক্র দেশে নৈরাজ্য চালানোর পাঁয়তারা অব্যাহত রেখেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাত করে তাঁরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মীর অন্তরে ক্ষত তৈরি করেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই অপকর্মের হোতা ও উষ্কানিদাতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। নইলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা তাঁদের প্রাপ্য বুঝিয়ে দেবে।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শিকদার মোঃ মাহবুবুর রহমান হক, ইউপি সদস্য হাজী মোঃ রোকন উদ্দিন, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোজাফফর, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মুন্সি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু,অ্যাডভোকেট শাহিন, নৌ শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান, ফতুল্লা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিন, আওয়ামী লীগ নেতা শেখ রাশেদুল ইসলাম, ওলামা লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, কুতুবপুর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি শফিকুল ইসলাম, থানা যুবলীগ নেতা আক্তারুজ্জামান লিমন, মোক্তার হোসেন সাঈদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাতী লীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।