নিজস্ব প্রতিবেদক: পেপসোডেন্ট বাংলাদেশ ও স্মাইল জোন ডেন্টাল ক্লিনিক এর যৌথ উদ্যোগে, ব্লাড ডোনারস সোসাইটি অব ভূঁইগড় (নারায়ণগঞ্জ) এর সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় এবং কোভিড-১৯ টিকা নিবন্ধন কার্যক্রম ১২ ই মার্চ রোজ শুক্রবার “ভূঁইগড় জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়” মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানবসেবামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন ডাঃইয়াসিন আল মামুন (বিডিএস DDC, ওরাল এন্ড মেক্সিলো ফেসিয়াল সার্জন পিজিটি)।
এছাড়া অন্যান্য বিডিএস ডাক্তাররা অত্যন্ত আন্তরিকতার সাথে দিনব্যাপী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। ব্লাড গ্রুপিং ও কোভিড-১৯ টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনায় ছিলেন বিডিএসবির পরিচালকবৃন্দ জহির খান, মুহাম্মদ রাফি,ঈসমাইল হোসেন লিয়ন, আতিকুর, ফিরোজ, শাহাদাত, মোহাম্মদ সজিব, আয়াজ, মিদুল, সিমন, প্রান্ত, সাবিকুন নাহার আনিকা, খাদিজা, সাদিয়া, নাঈমাসহ বিডিএসবি’র স্বেচ্ছাসেবকরা।
সকাল ১০ টা থেকে শুরু হওয়া কার্যক্রম সমাপ্ত হয় বিকেল ৫ টায়। উক্ত মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম মাতবর ( প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য, ৩ নং ওয়ার্ড, কুতুবপর ইউনিয়ন পরিষদ) ও উক্ত বিদ্যালয়ের সভাপতি জনাব এ্যাডভোকেট আল-আমিন সাউদ।
দিনব্যাপী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। উক্ত কার্যক্রমে বিডিএস ডাক্তাররা বহু রোগিকে চিকিৎসা প্রদান করেন এবং স্বাস্থ্য সম্পর্কে নানা সচেতনতামূলক পরামর্শ দেন। বিডিএসবি পাঁচ শতাধিক মানুষের ব্লাড গ্রুপিং এবং উল্লেখযোগ্য সংখ্যক লোকের কোভিড-১৯ টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছে। উল্লেখ্য, বিডিএসবি’র পক্ষ থেকে বিনামূল্যে কোভিড-১৯ টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রমটি মাস ব্যাপী চলবে।