নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ঈদগাহ ও কবরস্থান হিসেবে ভূঁইগড়ের বেশ পরিচিতি রয়েছে। বৃহৎ পরিসরের এই পবিত্র অঙ্গনটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সচেতন এলাকাবাসীর প্রচেষ্টায় উন্নয়নের ছোঁয়া পেয়েছে বেশ ভালোভাবেই। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিচালনা কমিটিতেও এসেছেন অভিজ্ঞ, দক্ষ ও কাজে পারঙ্গম ব্যক্তিরা। এই কমিটির সহসভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়েছেন বৃহত্তর ভূইগড়ের সন্তান, তরুণ সমাজসেবক, জেলা যুবলীগের অন্যতম নেতা সাব্বির আহমেদ জুলহাস।
নির্বাচিত হয়ে এক প্রতিক্রিয়ায় জুলহাস বলেন, ‘আমার প্রতি অবিচল আস্থা রাখায় এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ঈদগাহ ও কবরস্থানের সঙ্গে আমাদের আত্মার টান যুক্ত রয়েছে। আমাদের প্রায় সবারই নিকটজনেরা এখানেই শায়িত আছেন। আর তাই এই পবিত্র ভূমির সেবায় নিজেকে নিয়োজিত করার সুযোগ পেয়ে আমি গর্বিত। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকেই যোগ্য ও মেধাবী। আমি আশা করি সবার সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমে এই ঈদ্গাহ ও কবরস্থানের অবিস্মরণীয় উন্নয়ন করা সম্ভব হবে।’