- মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে উত্তাল সারাবিশ্ব। ফ্রান্সের ন্যাক্কারজনক ভূমিকার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে। বাংলাদেশেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সমাবেশ, বিক্ষোভ হচ্ছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
ইসলামপ্রিয় তৌহিদী জনতা ও পাগলা বাজারের ব্যাবসায়ীদের উদ্যোগে জুম্মার নামাযের পরপরই এই কর্মসূচী অনুষ্ঠিত হবে। হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচীতে সর্বস্তরের জনসাধারণ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।