নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নগরীতে শোক র্যালি বের করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নিতাইগঞ্জ মোড় থেকে জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকার ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে শোক র্যালি বের করা হয়। শোক র্যালির মাধ্যমে ব্যাপক শোডাউন করে জেলা বিএনপি। এর আগে জেলা বিএনপি ছাড়াও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উক্ত স্থানে জড়ো হয়।
র্যালিটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আসে। পরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন, জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লা, সদস্য মোশাররফ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, রুহুল আমিন শিকদার, আশরাফুল হক রিপন ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ প্রমুখ।