মুক্তিযুদ্ধ মঞ্চের নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফতুল্লার কুতুবপুরের যুবলীগ নেতা হাজী মোঃ শফিকুল ইসলাম শফিক। সংগঠনের জেলা শাখার সভাপতি সৈয়দ রনি আলম ও সাধারণ সম্পাদক আল-মামুন কাওছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পদপ্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে হাজী শফিক বলেন, ‘প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলআমিনের দরবারে শুকরিয়া জানাই। হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, ডায়নামিক ছাত্রনেতা, তরুণদের আদর্শের বাতিঘর শেখ সাফায়াত আলম সানি ভাই, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ রনি ও সাধারন সম্পাদক আল-মামুন কাউছার ভাইকে ধন্যবাদ। তারা আমাকে মূল্যায়ন করে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহসভাপতি পদে অধিষ্ঠিত করেছেন। এই আস্থার শতভাগ প্রতিদান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে যেতে চাই বলিষ্ঠভাবে।’