নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নবগঠিত সদর উপজেলা কমিটি। গতকাল শনিবার (৩১ অক্টোবর) ফতুল্লার নম পার্কে ওই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহসভাপতি রাসেল আমিন তুষার, আল-আমিন, মোঃ নাইম, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাওন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রকি, দপ্তর সম্পাদক মেহেদী হাসান অন্তর, সহ সম্পাদক মোহাম্মদ রাব্বি, শাহদাত জীবনসহ অন্যান্য নেতৃৃবৃন্দ।
শাহ নিজাম কমিটিতে স্থান পাওয়া সকলকে অভিনন্দন জানান। সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতে কাজ চালিয়ে যেতে আহ্বান করেন। মাদক থেকে দূরে থাকতে যুবসমাজকে সচেতন করারও তাগিদ দেন তিনি।