মেহেদী হাসান: ২৭ ফেব্রুয়ারি (শনিবার) ছিল নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের জন্মদিন। জেলাজুড়ে দলীয় নেতাকর্মী, ভক্ত-অনুরাগীরা নানা আয়োজনে দিনটি পালন করেন। ফতুল্লার কুতুবপুরে দোয়া মাহফিল ও কেক কেটে আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, কুতুবপুর ইউনিয়ন শাখার নেতাকর্মীরা।

সংগঠনের সভাপতি আবির আহমেদ শুভ’র উদ্যোগে ওই অনাড়ম্বর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাংসদ শামীম ওসমানের দীর্ঘায়ু কামনা করা হয়। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে আবির আহমেদ শুভ বলেন, ‘ দেশের অন্যতম প্রাজ্ঞ, দূরদৃষ্টি সম্পন্ন মানবদরদী, বলিষ্ঠ কণ্ঠস্বর সত্য উচ্চারণে অকুতোভয় সাংসদ শামীম ওসমানের শুভ জন্মদিনে প্রাণঢালা অভিনন্দন ও শ্রদ্ধা। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি তাঁর মমত্ববোধ ঈর্ষণীয়। তিনি পরিছন্ন জীবন-যাপনের অধিকারী। মানবিক। সৎ জীবন যাপনে অভ্যস্ত। অতুলনীয় তার মানবিক গুণাবলী। আমাদের সৌভাগ্য- আমরা এমন একজন নেতা পেয়েছি। মৃত্যুঝুঁকি নিয়েও তিনি জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
শুভ আরো বলেন, ‘যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, অনেক আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতো। তা হয়নি- বাঙালি জাতির দুর্ভাগ্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ সংগ্রাম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য; অর্থাৎ বাঙালিরা যাতে সুখে শান্তিতে থাকতে পারে, তার দেশের মানুষ যেন পেটভরে ভাত খেতে পারে, সুখে থাকে। বঙ্গবন্ধুরই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা ২১ বছর পর রাষ্ট্র ক্ষমতায় এসে জাতিকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। স্বপ্ন বাস্তবায়নের পথ দেখিয়েছেন। আর তাঁরই অগ্রসৈনিক শামীম ওসমান। নেত্রীর অত্যন্ত স্নেহের শামীম ওসমান নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার। এই জেলার প্রায় সব বড় উন্নয়নমূলক কাজ তাঁর দ্বারাই হয়েছে। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন। সেইসঙ্গে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ যেন আগামীর নেতৃত্ব বিকশিত করতে অগ্রণী ভূমিকা রাখতে পারে, সেজন্য সবার নিকট দোয়া ও সহযোগিতা চাই।

এসময় আরো উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, কুতুবপুর ইউনিয়ন শাখার সহসভাপতি মোঃ সেন্টু, মো; ইমন, রিয়ান, রাকিব, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো; নিবিড়সহ বিপুলসংখ্যক নেতৃবৃন্দ ও জনসাধারণ। শুভেচ্ছান্তে ছিলেন হাসান মাহমুদ পলাশ