- এমন মহানুভবতার ঘটনা খুব কমই হয়। মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক ভিক্ষুক দম্পতি। তাসের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজে’লার কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপাল রায় গ্রামে।
- তারা হলেন বৃ’দ্ধ খইমুদ্দিন (৮০) ও হা’মিজোন বেগম (৬৫)। এক নির্জন কুঁড়েঘরে তাদের বসবাস। প্রতিদিনের ভিক্ষার চালেই জ্বলে তাদের চুলা। একদিন ভিক্ষা না করলে তাদের মুখে খাবার জোটে না। অনেক সময় অনাহারেই দিন কাটে তাদের। তারপরও জীবন বাঁচাতে ভিক্ষা করতে হয় ওই দম্পতিকে। এবার নিজেদের শেষ আশ্রয় চার শতক জমি মসজিদে দান করেছেন তারা। আর এ ঘটনায় জেলাজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। তাদের এমন উদারতার প্রশংসা করছেন সকলেই।