সাকিব আল হাসান আইপিএলে খেলার জন্য ছুটি চেয়েছেন বিসিবির কাছে আর তা মঞ্জুরও করেছে বিসিবি কিন্তু একই সময়ে বাংলাদেশের শ্রীলঙ্কায় টেস্ট খেলার কথা রয়েছে। তাই নেট দুনিয়াসহ সারা বাংলাদেশে সমালোচনার ঝর বইছে। তবে ধারণা করা হচ্ছে সাকিব ফিটনেস ইস্যুতেই যাচ্ছেন না শ্রীলঙ্কায়। তবে বাংলাদেশের পরবর্তী সিরিজ নিউজিল্যান্ডেও যাওয়া হচ্ছে না সাকিবের। ওই সময় ৩য় সন্তানের অপেক্ষায় থাকা সাকিব পরিবারকে সময় দিবেন।
উল্লেখ্যঃ সাকিব এইবার আইপিএলে তার পুরান দল কলকাতার হয়ে খেলবেন। সাকিবকে পেয়ে বেশ খুশি কলকাতা। তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলভুক্ত করেছে দলটি।