কুতুবপুরে ইউনিয়ন যুবলীগ নেতা হাজী শফিকের উদ্যোগে অনাড়ম্বর আয়োজনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শারীরিক অসুস্থতা সত্বেও হাজী শফিকুল ইসলাম শফিক বেশ ঘটা করেই ওই অনুষ্ঠানের আয়োজন করেন। আজ বুধবার (১১ নভেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার কার্যালয় কুতুবপুরের ভূঁইগড়ে দলের একঝাঁক নেতাকর্মী নিয়ে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।
এ সময় দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। যুবলীগ নেতা হাজী শফিকের দ্রুত আরোগ্য লাভেও দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন সাবেক ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সোবহান মিয়া, আওয়ামীলীগ নেতা এইচএম মেহেদী, জাব্বার সেলিম, ফতুল্লা থানা যুবলীগের নেতা ইমরান।
সার্বিক সহযোগিতায় ছিলেন সোহেল,আজমীর,শামীম,রিগেন,ওয়াসিম, রায়হান,শান্ত, মনির সাউদ, মারুফ,সাদ্দাম,রাকিব, সম্রাট, সুপ্ত,অনিক,মাইনু প্রমুখ।