দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ। সংগ্রাম, উন্নয়ন, অর্জনের সঙ্গে বেশ ভালোভাবেই জড়িয়ে আছে সংগঠনটির নাম। আর তৃনমুলকে বলা হয় এর প্রধান চালিকাশক্তি। কেন্দ্র থেকে বারংবার তৃনমুল পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো গঠনের আভাস দেওয়া হচ্ছে। আর এতে তৃনমূলে বইছে নতুন হাওয়া। প্রার্থী তালিকায় প্রবীণদের পাশপাশি যোগ হয়েছে ক্যারিশমাটিক, তরুণ মুখও। নারায়ণগঞ্জ সদরের কুতুবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী হিসেবে এরই মধ্যে নিজের শক্ত অবস্থান জানান দিয়েছেন এসএম লিটন।

দীর্ঘদিন যাবৎ ১,২ ও ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে দিয়েছেন নিজের যোগ্যতার প্রমাণ। তিনি বিগত নির্বাচনে ৩নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সচিবের দায়িত্ব সফল ভাবে পালন করেন। আসন্ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে লিটনের অবস্থান বেশ শক্ত বলেই মনে করছেন এলাকাবাসী।